ফের নির্বাচনের আগে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন রয়েছে হরিয়ানা ও মহারাষ্ট্রে। তার ঠিক ৫দিন আগে গুরুগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। তার গাড়ি থেকে নগদ ১ কোটি ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযুক্ত দীবেশ দিল্লির বাসিন্দা। গুরুগ্রামের এমজি রোডে বৃহস্পতিবার তল্লাশির সময় দীবেশের গাড়ি থেকে মেলে বিপুল পরিমাণ নগদ অর্থ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে। পুলিশের ধারণা, ভোটারদের প্রভাবিত করার জন্যই বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। বিরোধীরা ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে। লোকসভা নির্বাচনের সময়েও বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার জন্য টাকা বিলোনোর অভিযোগ উঠেছিল। প্রতীকী ছবি।