নয়াদিল্লি: বিভিন্ন রাজ্যের গরিব শ্রমিককে ফিরিয়ে আনার জন্যে বিশেষ পরিষেবা চালু কার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু সেই পরিষেবা পেতে অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। শনিবার এমনটাই জানানো হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। দেশের বহু রাজ্যই বাস পাঠিয়ে অন্য রাজ্য থেকে আটকে থাকা শ্রমিক-কৃষকদের ফিরিয়ে এনেছে। তার পরেও আটকে আছেন বহু শ্রমিক। তাঁদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। এই ট্রেনে ভাড়া এক্সপ্রসের ট্রেনের স্লিপারের মতোই। এর সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ৫০ টাকা। সেক্ষেত্রে মূল ভাড়ার সঙ্গে সুপারফাস্ট চার্জ ৩০ টাকা ও অতিরিক্ত চার্জ ২০ টাকা নেবে রেল। ট্রেনের যাত্রীরা বিনামূল্যে খাবার ও পানীয় জল পাবেন। যে কোনও যাত্রীই এই ট্রেনে উঠতে পারবেন না।