হাতির হানায় ফের একজনের মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানা এলাকার আরাবারি ফরেস্টের অন্তর্হত ঢেঙ্গাশোল গ্রামে। জানা গিয়েছে, আজ ভোরবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতেই হাতির সামনে পড়ে যান কালিপদ মাহাতো ( ৬২ ) নামের এক ব্যক্তি। সেই সময় কালিপদবাবুকে শুঁড়ে তুলে নিয়ে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গোলার ধান, বাড়ির পাশের সবজি ও আলু ক্ষেত তছনছ করে হাতিটি। বেশ কিছুক্ষণ এই তাণ্ডবলীলা চালিয়ে সে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।