জেলা

পুণ্যার্থীদের জন্য সুখবর, ৫ লক্ষ টাকা বিমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য সুখবর দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য্যায়। আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত যেসব পুণ্যার্থী গঙ্গাসাগরে যাবেন, তাঁদের সবাইকে ৫ লক্ষ টাকা করে বিমা দেবে রাজ্য় সরকার। সোমবার সেই ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আগামী ১৫ তারিখ বুধবার সকাল থেকেই গঙ্গাসাগরে শুরু হবে পুণ্যস্নান। মকর সংক্রান্তির স্নানের যোগকে কেন্দ্র করে বিশাল লোক সমাগম হবে এলাকায়। সোমবার নিজেই গঙ্গাসাগরে যান মুখ্য়মন্ত্রী। কপিল মুনির আশ্রমে পুজোও দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরে অনেক উন্নয়ন হয়েছে। অনেক থাকার জায়গা হয়েছে, আশ্রম তৈরি হয়েছে। ইতিমধ্য়েই জোরকদমে শুরু হয়েছে মেলার প্রস্তুতি।