দেশ বিনোদন

প্রকাশিত হল পদ্মশ্রী, পদ্মবিভৃষণ ও পদ্মভৃষণের তালিকা

পদ্মবিভৃষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, সুষমা স্বরা, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ

সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধেয় পদ্মশ্রী সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র৷রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠান হয়। প্রত্যেক বছর মার্চ কিংবা এপ্রিলে পদ্ম সম্মান প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেন রাষ্ট্রপতি। মোট ১৪৩ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ৷ তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন 5 জন।পশ্চিমবঙ্গ থেকে এবছর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন প্রখ্যাত সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।বাকি চারজনের মধ্যে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য কাজি মাসুম আখতার, চিকিৎসক সুশোভন ব্যানার্জি এবং চিকিৎসক অরুণোদয় মণ্ডল ও শিল্পী মণিলাল নাগ।রাষ্ট্রপতির অনুমোদনে এবছরে ১৪৩ জন পদ্ম সম্মান প্রাপকের নাম প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ ১৪৩ জনের মধ্যে ২টি পদ্ম সম্মান চারজনের মধ্যে ভাগ হবে ৷এবছর মোট ৭ জন পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন ৷ পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ১৬ জন ৷ আর ১১৮টি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ১২০ জন ৷ পদ্ম সম্মান প্রাপকদের মধ্যে ৩৪ জন মহিলা ৷ বিদেশি ক্যাটেগরিতে ১৮ জন পদ্ম সম্মান পেয়েছেন ৷ আর মরণোত্তর পদ্ম সম্মান দেওয়া হচ্ছে ১২ জনকে ৷ পদ্মবিভৃষণ প্রাপকের তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, সুষমা স্বরা, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ।