প্রায় ১০ বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অজয় দেবগন ও কাজল। আর আরও আকর্ষনের বিষয় হল স্ক্রিনেও অজয়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে। অজয় দেবগণের আপকামিং ভেঞ্চার ‘তনহাজিঃ দ্যা আনসাং ওয়ারিয়র’। এই ফিল্ম অজয়ের কাছে খুব স্পেশাল। তার কারণ এটি তাঁর ক্যারিয়রের ১০০তম কাজ। এই ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয়। কাজলকে দেখা যাবে তাঁর স্ত্রী সাবিত্রীবাঈ মালুসারে-র ভূমিকায়। গত সপ্তাহেই বিভিন্ন চরিত্রের পোস্টার প্রকাশ করেছিলেন অজয়। শুরু করেছিলেন ফিল্মের ট্রেলর মুক্তির কাউন্টডাউন। এ বার তিনি প্রকাশ করলেন এই ছবিতে তাঁর স্ত্রী কাজলের ফার্স্ট লুক। মাথায় ঘোমটা, চোখে কাজল, নাকে নথ, কপালে টিপ । হাতে মারাঠা পতাকা। ছবিতে সম্পূর্ণ মারাঠা মহিলার লুকে দেখা যাবে তাঁকে।ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশনে অজয় লিখেছেন, ‘সাবিত্রীবাঈ মালুসারে – তনহাজির সাহসের সাহারা…আর তাঁর বলের শক্তি।’ পাশাপাশি কাজল লিখেছেন, ‘আমি আপনাকে কখনও হারতে দেব না’ । এর আগে এই ছবির একটি ছোট্ট ভিডিয়োও পোস্ট করেছিলেন অজয়। তাতে লেখা ছিল, ‘রিশতো কা ফর্জ…ইয়া মিট্টি কা কর্জ।’ তাতেই জানানো হয় ট্রেলারটি মুক্তি পাবে ১৮ নভেম্বর। 3D ফিল্মটি মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারি। অজয় ও কাজল ছাড়া ছবিতে রয়েছেন সইফ আলি খানও। উদয়ভানের চরিত্রে দেখা যাবে তাঁকে। শিবাজী মহারাজের চরিত্রে অভিনয় করেছেন শরদ কেলকর। কাজলের চরিত্র প্রসঙ্গে পরিচালক ওম রাউত বলেন, “সাবিত্রীবাই মালুসারে খুবই গুরুত্বপূর্ণ চরিত্র । সর্বদা স্বামীর পাশে থাকতেন তিনি । এমনকী, যুদ্ধেও তাঁকে সাহায্য করতেন । স্বামী যুদ্ধ করতে গেলে দুর্গ সামলাতেন স্ত্রী ।”