কলকাতা

প্রদেশ কংগ্রেসের আয়োজিত কর্মশালায় আজ শিক্ষকের ভূমিকায় চিদম্বরম

এবার শিক্ষকের দেখা গেল পি চিদম্বরম। আজ শনিবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। দলের নেতা বিধায়ক থেকে শুরু করে নিচুতলার কর্মীরা, সকলের মধ্যেই এই আইন নিয়ে নানা ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই ধোঁয়াশা কাটাতেই প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রশিক্ষণ দিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র সহ বঙ্গ কংগ্রেসের প্রথম সারির নেতারাও। শনিবার বিধান ভবনে সাংবাদিক বৈঠকে চিদাম্বরম বলেন, ‘সিএএ-এনআরসি ইস্যুতে আমরা চেষ্টা করছি বিরোধী ঐক্য গড়তে। কয়েকটি দল আলাদা আলাদা লড়ছে। আশা করছি, একদিন সকলে জোটবদ্ধ হয়ে লড়বে।’ একইসঙ্গে চিদাম্বরম এদিন বলেন, ‘কেউ আলাদা লড়েছে, আর কেউ একসঙ্গে লড়ছে এটা বড় কথা নয়, সকলে লড়াই করছি এটাই বড় কথা।’