কলকাতা

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে জগদীপ-ফিরহাদ

কলকাতায় ২দিনের সফর শেষ করে দিল্লি ফিরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বেলা একটা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে যান ৷ প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁরা মোদিকে কলকাতায় স্বাগত জানাতেও গতকাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে দেখা করার পর সেকথা টুইট করেন রাজ্যপাল ৷ বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেন ৷ সঙ্গে লেখেন, “প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে ৷ কলকাতা বন্দরের নাম পশ্চিমবঙ্গের মহান ভূমিপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ ৷”