বেতন বৈষম্য নিরসন এবং ন্যায্য বেতনের দাবিতে রাস্তায় নামলেন প্রাথমিক শিক্ষক- শিক্ষিকারা। আজ দক্ষিণ কলকাতায় কয়েক হাজার প্রাথমিক শিক্ষক বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের লক্ষ্য ছিল, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিক্ষোভ দেখানো। কিন্তু, শিক্ষামন্ত্রীর বাড়িতে পৌঁছানোর আগেই তাঁদের বাঘাযতীন মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে জমায়েত হন তারা।সেখান থেকে শিক্ষামন্ত্রীর বাড়ি অভিযান চলাকালীন বাঘাযতীন মোড়ে আটকে পেয়ে রাস্তায় বসে পরে বিক্ষোভকারী শিক্ষক -শিক্ষিকারা। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কার্যত বন্ধ হয়ে যায় গড়িয়া-যাদবপুরের যোগাযোগ ব্যবস্থা।সুলেখা মোড় থেকেই ঘুরিয়ে দেওয়া হয় সমস্ত গাড়ি।মিছিলের ফলে তৈরী হয়েছে তীব্র যানজটের।
Related Articles
হোলিতে অপ্রীতিকর ঘটনা রুখতে মহানগরের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি নজরদারিতে ড্রোন
আজ হোলি। যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরে বিশেষ পুলিশি বন্দোবস্ত। প্রতি বছরের মতো এই বছরেও দোল এবং হোলি উপলক্ষে শহর জুড়ে প্রায় ৪ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে বলে খবর। হোলি এবং দোলে নিরাপত্তার কথা ভেবে রাখা হয়েছে ড্রোন এবং সিসিটিভিও। লালবাজার সূত্রে জানা গিয়েছে, গতকাল দোলের দিন কলকাতা পুলিশের প্রায় ২ হাজার ৭০০ পুলিশকর্মী […]
আইপিএস জ্ঞানবন্ত সিং-কে ফের দিল্লিতে তলব করল ইডি
কয়লাপাচার কাণ্ডে রাজ্য পুলিশের ৮ জন আইপিএস আধিকারিকের বয়ান ইতিমধ্যে রেকর্ড করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির সদর দফতর । পাশাপাশি গতকাল কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মেঘারিয়াকে রাজধানীতে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করে ইডি ৷ এরপর ইডি দ্বিতীয় বারের জন্য রাজ্য পুলিশের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকে তলব করল ইডি।
পুজোয় চতুর্থী থেকে নবান্নে চালু ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম
রাজ্যে দুর্গাপুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা-সহ গোটা রাজ্যে পুজো সামনে রেখে প্রস্তুতি চলছে জোরকদমে। দুর্গাপুজো নিয়ে এবার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন ৷ পুজোর দিনগুলিতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্নে খোলা হল কন্ট্রোলরুম ৷ সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে নবান্নের এই বিশেষ কন্ট্রোলরুম খোলার কথা ঘোষণা করা হল। কন্ট্রোলরুম চতুর্থীর দিন থেকেই […]