দেশ

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, গুলির লড়াইয়ে খতম ২ পাক সেনা, শহিদ এক ভারতীয় জওয়ান

জম্মু-কাশ্মীরঃ ফের ভারতীয় সেনার সঙ্গে পাক সেনার গুলির লড়াই। এখনও পর্যন্ত এই গুলির লড়াইয়ে দুই পাক সেনা খতম হয়েছে। এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। মঙ্গলবার পাক সেনা গুলিবর্ষণ শুরু করে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবেনী সেক্টরে। এমনকি তাংঘর ও কেরান সেক্টরেও গুলিবর্ষণ করে পাক সেনা। যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও। কেরান সেক্টরে দুই পাক সেনাকে খতম করে ভারতীয় জওয়ানরা। তবে সুন্দরবেনীতে গুলির লড়াইয়ে এক সেনা শহিদ হয়েছেন।