কলকাতাঃ ফের কলকাতা পুলিশে বড়সড় রদবদল হল। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (III) পদে ফিরলেন দময়ন্তী সেন। তিনি ছিলেন রাজ্য পুলিশের আইজি অ্যাডমিনিস্ট্রেশন পদে। অন্যদিকে সুপ্রতিম সরকার ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার (III)। তাঁকে করা হল কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (IV)। পাশাপাশি অশোক কুমার প্রসাদ যিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (IV) ছিলেন। তাঁকে পাঠানো হল আইজি দার্জিলিং পদে।