জেলা

বনগাঁয় টোটো চালকদের কাছ থেকে অনৈতিক ভাবে টাকা নেওয়ার প্রতিবাদে পথ অবরোধ

উত্তর ২৪ পরগনাঃ বিভিন্ন সময় বনগাঁ পৌরসভা বেকার টোটো চালকদের টোটো দেওয়ার নাম করে অনৈতিক ভাবে নিয়ম বহির্ভূত টাকা নেওয়ার  প্রতিবাদে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান শঙ্কর আঢ্য সহ পৌরপ্রধান এর অনুগামী গোপাল শেঠ, প্রসেনজিৎ ঘোষ, উত্তম দত্ত – এর বিরুদ্ধে টাকা ফেরতের দাবীতে আজ বনগাঁ বাটামোড়ে পথ অবরোধ করে এবং পরে পৌরসভা ঘেরাও করে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাটমানি ফেরত দেওয়ার দাওয়াই এর পরিপেহ্মিতে রাজ্যের বিভিন্ন জায়গায় একই ভাবে প্রতারিত মানুষরা পথে নেমে আন্দোলন করছে। এক সময় সমস্ত টোটো চালক পৌরপ্রধানের কথার বাইরে কথা বলার সাহস দেখাতো না কিন্তু ১২ জন কাউন্সিলার অনাস্থা আনার পর তার বিরুদ্ধে সবাই এক হয়ে রাস্তায় নামে। আগামী নতুন বোর্ড গঠনের দিকে তাকিয়ে আছে সমস্ত টোটো চালক ইউনিয়ন। দেখুন  ভিডিও –