কলকাতাঃ শুধু ইংরেজি, হিন্দি আর গুজরাটি নয়, বাংলা ভাষাতেও চালু করতে হবে জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র। বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের সাংগঠনিক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই দাবিই তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘আমার গুজরাটি ভাষা নিয়ে কোনও আপত্তি নেই। ছাত্রছাত্রীরা অন্যান্য ভাষা শিখছে সেটা তো আনন্দের কথা। কিন্তু বাংলাতেও হোক জয়েন্টের প্রশ্নপত্র। কারণ সবাই তো ইংরেজি জানে না। আমাদের শিক্ষামন্ত্রীও জাতীয় পরীক্ষক সংগঠন বা এনটিএ-কে এই ইস্যুতে চিঠি লিখে বাংলায় পরীক্ষা নিতে বলেছেন।’ একইসঙ্গে তাঁর প্রশ্ন, মারাঠি বা অন্যান্য আঞ্চলিক ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র কেন তৈরি করা হবে না। দিন কয়েক আগে অমিত শাহ-র ‘এক দেশ, এক ভাষা’, তত্ত্বে হিন্দিকে জাতীয় ভাষা করার ইঙ্গিতে তেতে উঠেছিল দক্ষিণ ভারত। শুধু এনডিএ বিরোধীরাই নয়, দক্ষিণ ভারতের এনডিএ শরিক দলগুলিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের চরম বিরোধিতা করে। চাপে পড়ে ঢোঁক গিলতে বাধ্য হন অমিত শাহ। বৃহস্পতিবার সেকথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেছেন, ‘তামিলনাড়ুতেও আপনারা জানেন কদিন আগে ভাষা বিক্ষোভ হয়েছিল। আমাদের দেশে বহু রাজ্য। বহু আঞ্চলিক ভাষা আছে। কিন্তু আমরা সবাই এক। একতাই আমাদের শক্তি। দিনের শেষে একত্র ভারতই শেষ কথা।’ এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১১ নভেম্বর রাজ্যজুড়ে জেলায়-জেলায়, ব্লকে-ব্লকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে তৃণমূল।
Related Articles
আরএসএস ও রাজ্যপাল আঁতাত নিয়ে স্পষ্ট তথ্যপ্রমাণ পেশ করে বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের
এর আগে বহুবার রাজ্যপাল-আরএসএসের আঁতাত নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা-নেত্রীরা। এবার একেবারে ‘তথ্য প্রমাণ’ সমেত রাজ্যপাল জগদীপ ধনকরকে আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপালের একটি টুইটের স্ক্রিনশট নিয়ে পাল্টা টুইট করেন পার্থ। যেথানে দেখা গিয়েছে, একটি চিঠির ছবি রয়েছে। আর সেই চিঠিটি জনৈক আরএসএস সুধীর রাজ্যপালকে পাঠিয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার ফের […]
এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধিরা
ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র সরকার। অভিযোগ উঠছে, রাজ্যে দলিতদের বিরুদ্ধে হিংসা চলছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবারে জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধিরা আসছেন রাজ্যে। সূত্রের খবর, এদিন তাঁরা বর্ধমানের একাধিক গ্রামে যাবেন। দক্ষিণ ২৪ পরগনারও বিভিন্ন অঞ্চলে যাবেন তাঁরা। কথা বলতে পারেন স্থানীয়দের সঙ্গে। […]
রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৫১১৭, মৃত ৪৩২, সুস্থ ৩৭৭৯
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯,৩২৮। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ১৭ জন করোনা রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪৩২। বুধবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে […]