কলকাতা

বাড়ল কলকাতার তাপমাত্রা

গতকালের তুলনায় আরও ১ ডিগ্রি বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ও শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজও তাপমাত্রা ১৭ থেকে ২৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বাকি দিনটা মেঘমুক্ত থাকবে বলেই মনে করা হচ্ছে।