হক জাফর ইমাম মালদা: বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা স্বাস্থ্যকর্মীর ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদা পুখুরিয়া থানার শ্রীপুর বাসষ্ট্যান্ড এলাকায়। মর্মান্তিক দু্র্ঘটনায় ৮১ নম্বর জাতীয় সড়কের শ্রীপুর বাসস্ট্যান্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, মৃত মহিলার নাম মেহেরুন খাতুন (৪৯)। মালদা রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ পঞ্চায়েতের অন্তর্গত আস্কাপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন ।তবে মৃত মেহেরুন সামসি গ্রাম পঞ্চায়েত এলাকার পীন্ডালতলা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।এদিনের বাস দুর্ঘটনায় দেহ থেকে মস্তিষ্ক বিচ্ছিন্ন হয় বলে জানান গ্রামবাসী। তারপর থেকেই বাসের চালক পলাতক । বেপরোয়া ও দ্রুত গতিতে যান চলাচলের প্রতিবাদে,স্থানীয় বাসিন্দারা সড়ক পথে অবরোধ দেখালে , পুখুরিয়া থানার ওসি ঝুটন প্রসাদ রাস্তার উপর গতি নিরোধক ও ট্রাফিক পুলিশের বন্দোবস্ত করার আশ্বাস দেয়। পুলিশের আশ্বাসে টানা তিন ঘন্টা পর পথ অবরোধ তোলেন গ্রামবাসী।