কলকাতা

বিজেপিতে যোগ দিতে চলেছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান!

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন হাসিন জাহান। মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান শনিবার সন্ধ্যায় হঠাত্‍ বঙ্গ বিজেপির দফতরে হাজিন হন। সঙ্গে ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির রাজ্য দফতরে প্রায় ৪০ মিনিট ছিলেন হাসিন। লোকসভা ভোটের ঠিক পরপর যখন বিজেপি যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল, তখন হাসিনের বিজেপি দপ্তরে যাওয়া, তাঁর গেরুয়া যোগের জল্পনা আরও উসকে দেয়।  শনিবার ফের তাঁকে রাজ্য বিজেপি দপ্তরে দেখা যাওয়ায় যোগদান জল্পনা আরও বেড়েছে।  দেখুন ভিডিও –