খোদ বিডিও ও তাঁর স্ত্রীকে বেঁধে ডাকাতির ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ৪ জনকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। গত শুক্রবার হাবড়া-১ ব্লকের বিডিও শুভ্র নন্দী ও তাঁর স্ত্রীকে বেঁধে রেখে বিডিও আবাসনেই ডাকাতি হয়। তদন্তে নেমে পুলিশ অশোকনগর এলাকা থেকে ওই চার ডাকাতকে গ্রেফতার করে রবিবার ভোরে। এরা প্রত্যেকেই পুরোনো ডাকাতির ঘটনায় যুক্ত বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম, সইদুল বিশ্বাস, ফারুক আলি, সুদীপ রায়, শঙ্কর সাহা। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় পুলিশ, প্রত্যেককেই নিজের নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবারই বারাসত আদালতে তোলা হয়েছে।