বিপুল জনমত নিয়ে ক্ষমতায় ফেরার পর কার্যকর্তাদের মুখোমুখি হলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। নয়াদিল্লিতে দলের সদর দফতরে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির ঘোষণা, নরেন্দ্র মোদী বিজেপির এই মহাবিজয়ের মহানায়ক।
Related Articles
ইসরোর বিজ্ঞানীরা বেতনহীন, অভিযোগ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
ইসরোর বিজ্ঞনীরা বেতন পাচ্ছেন না। সংসদ মহিলা বিল নিয়ে বলতে উঠে এই অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এদিন বিল প্রসঙ্গে বলতে গিয়ে কাকলি ঘোষদস্তিদার বলেন, ‘এই বিল ভোটের আগে রাজনৈতির গিমিক ছাড়া আর কিছু না…।’ তিনি বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই মহিলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন। পারলে তাঁর মতো ৪০ শতাংশ মহিলা সংরক্ষণ করে দেখান। […]
বছরের প্রথম দিনেই একধাক্কায় বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
নতুন বছরের প্রথম দিনেই একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। নববর্ষে কেন্দ্রীয় সরকার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়েছে ২৫ টাকা প্রতি লিটার। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে বেড়ে যাওয়া দামেই কিনবে হবে বাণিজ্যিক গ্যাস । তবে মধ্যবিত্তের রান্নাঘরে স্বস্তি। বাড়ানো হয়নি রান্নার গ্যাসের দাম। কলকাতায় গত বছর অবধি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম […]
দেশের গোয়েন্দা প্রধানের বাড়িতেই আত্মঘাতী সিআরপিএফ জওয়ান
দিল্লিতে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টরের আবাসে আত্মঘাতী হল এক সিআরপিএফ জওয়ান। জানা গিয়েছে, মৃতের নাম রাজবীর কুমার(৫৩)। গতকাল, শুক্রবার বিকেল ৪টে নাগাদ তিনি নিজের একে-৪৭ বন্দুক থেকে নিজেকে গুলি করে আত্মঘাতী হন। সেই সময় তাঁর ডিউটি ছিল দিল্লির তুঘলক রোডে স্থিত ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানের সরকারি নিবাসে। সে কিছুদিন আগেই বাড়ি থেকে ছুটি কাটিয়ে ফিরেছিল […]