বীরভূমের ইলামবাজার থানার ছোটচক গ্রামে রবিবার সকালে চারজন মহিলা হঠাৎই সাহায্য চাইতে আসেন। কিন্তু সাহায্য চাওয়ার পাশাপাশি তারা গ্রামবাসীদের সই সংগ্রহ করছিলেন বলে অভিযোগ। এই ঘটনাতে সন্দেহ হয় গ্রামবাসীদের। এরপর গ্রামবাসীরা সেই চারজন মহিলাকে দীর্ঘক্ষণ আটক করে রাখেন। পরে ইলামবাজার থানা পুলিস ঘটনাস্থলে এসে ওই মহিলাদের আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের দাবি এনআরসি-র জন্যই এই সই সংগ্রহ করা হচ্ছিল। ঘটনার জেরে গ্রামে ব্যাপক চাঞ্চল্য। উল্লেখ্য, ইলামবাজার থানা জয়দেব অঞ্চলে বিজেপির পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে এনআরসি ও সিএএ এর সমর্থনে প্রচার চালানো হচ্ছিল। বিজেপি কর্মীদের অভিযোগ সেই সময় এলাকার তৃণমূল কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে প্রচারে বাধা দেয়। প্রথমে বচসা তারপর ধস্তাধস্তিতে দেখা দেয়। তাঁদর একাধিক কর্মী-সমর্থককে মারধর করা হয় বলেও অভিযোগ তোলে গেরুয়া শিবির। তাঁদের দাবি, এনআরসি এবং সিএএ নিয়ে যে মিথ্যা প্রচার করা হচ্ছিল। তার বিরুদ্ধেই প্রচার করতে গিয়েছিলেন তাঁরা। পুরো বিষয়টি জানিয়ে ইলামবাজার থানার দ্বারস্থ হলেও পুলিস তাঁদের কোনরকম সাহায্য করেনি বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টিকে মিথ্যা বলে দাবি করা হয়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি স্থানীয়রাই বিজেপি কর্মীদের গ্রাম থেকে বার করে দেন। এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়।