কলকাতাঃ আজ ভোর রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ মুষল ধারে বৃষ্টি হয়। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। প্রায় ৬০ থেকে ৭০ কিমি হাওয়াও দিতে থাকে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাকুঁড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমেও ঝড় বৃষ্টি হয়। অবশ্য আগেই বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে ছিল। দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার জেরেই আগামী ১০ মে পর্যন্ত রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভোর থেকে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৪২.৬ মিমি।