লোকসভা নির্বাচনে আগেই জেলায় পুলিশের একাধিক এস আই পদমর্যাদার অফিসারদের করা হল বদলি। ১২টি থানার ওসি বদল করা হয়েছে। ২৯জন সাব ইনস্পেক্টর ও ১১জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরকে বদলি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে পুলিশি রদবদল নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, এটা রুটিন বদলি। তবে নিয়ম মেনেই এই বদল করা […]
বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, ২০১৬ থেকে বারবারই জল্পনা তৈরি হয়েছে কংগ্রেস-সিপিএম জোটকে কেন্দ্র করে। কখনও জোট হয়েছে কখনও হয়নি, কিন্তু জল্পনা থামেনি। আর এবার সব রাজনৈতিক দলেরই পাখীর চোখ ২০২১ বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রেও আবারও কংগ্রেস সিপিএম জোটকে কেন্দ্র করে কিছুটা হলেও সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজ্য রাজনীতি। আর এবার, জোটের প্রার্থী হিসেবে অধীর […]
পশ্চিম মেদিনীপুরঃ ভারতী ঘোষকে মমতার নির্দেশ বেআইনি কাজ করতে চাননি, সেই কারণেই ভারতীর ওপর এত রাগ মমতার। এদিন ঘাটালের জনসভা থেকে এমনটাই বললেন বিজেপি সভাপতি অমিত শাহ। দুপুরের প্রচন্ড গরমে মাথার ওপর ছাউনি না থাকায় মাঠে কেউ বসতে চাননি। তাই ফাঁকা মাঠের জনসভা থেকেই তাঁর চ্যালেঞ্জ রামের নাম বলব, ক্ষমতা থাকলে আটকান। ক্ষমতায় এলে এনআরসি করে […]