আজ সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের শিরপুর। বিস্ফোরণ হয় স্থানীয় একটি রাসায়নিক কারখানায়। ঘটনায় ইতিমধ্যে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ২২ জন। এখানেই শেষ নয়, কারখানার ধ্বংসস্তূপে আটকে পড়েছেন অন্তত ৭০ জন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।