নয়াদিল্লিঃ ভাইদুজ-এ দিল্লির মহিলাদের সুরক্ষায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাড়িয়ে দিলেন বাসের সংখ্যা। তিনি জানান, মঙ্গলবার থেকে শহরের রাস্তায় ১৩ হাজার মার্সাল বাস চলবে। কিছুদিন আগেই আপ সরকার ঘোষণা করেছে যে ডিটিসি বাসে মেয়েরা বিনামূল্যে যাতায়াত করতে পারবে। দিল্লিতে মার্সাল বাসের সংখ্যা প্রায় ৩,৪০০টি। ত্যাগরাজ স্টেডিয়ামের সমাবেশ বক্তব্য করতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীর কাছে সরকারি বাসে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আর্জি জানান। তিনি এই নতুন পদক্ষেপ নিয়ে যথেষ্ট আশাবাদী এবং তিনি আশ্বাস দেন যে বাসে মহিলারা নিরাপদ থাকবেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘মঙ্হলবার ভাইদুজের পবিত্র দিনে আমরা মার্শাল বাস বাড়িয়ে তা ১৩ হাজার করেছি।’ মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আপ সরকার যে হারে মার্শাল বাসের সংখ্যা বাড়িয়েছে তা বিশ্বে কোথাও হয়নি বলে মনে করিয়ে দেয় আপ সরকার। অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দিল্লি একটা বড় পরিবারের মত। আর আমি সেই পরিবারের বড় সন্তান। আর বড় সন্তান হওয়ার সুবাদে আমি দিল্লির সব বোন, মা ও মেয়েদের বাসের খরচ বহন করব।’
Related Articles
কাশ্মীরে নাশকতার ছক বানচাল, কুলগাম থেকে অস্ত্র সহ গ্রেফতার ২ জঙ্গি
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলা, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে একাধিক জঙ্গিকে। খতম হয়েছে কয়েকজনকে। এরমধ্যেই কুলগাম থেকে আটক করা হয়েছে দুই জঙ্গিকে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ। সেই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণঁ নথিপত্র। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পহেলগামের মতোই কুলগামে তাঁদের হামলা করার ছক ছিল। কিন্তু কুলগাম পুলিশ, ভারতীয় সেনা […]
উত্তরপ্রদেশের লখনউয়ের সরকারি শিশু আশ্রমে খাদ্য বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু, গুরুতর অসুস্থ ২৩
উত্তরপ্রদেশের লখনউতে সরকার পরিচালিত শিশু আশ্রম ‘নির্ভানা রাজকীয় বাল গ্রহ-এ সন্দেহজনক খাদ্য বিষক্রিয়ার ফলে বৃহস্পতিবার দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও ২৩ জন শিশু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (কেজিএমইউ) স্থানান্তরিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শিশুদের প্রথমে লোক বঁধু হাসপাতালে ভর্তি […]
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৯ হাজার ২১৬
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৬ জন। সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৯১ জন রোগীর। সুস্থ হয়েছেন ৮ হাজার ৬১২ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৯ হাজার ৯৭৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আজ এই তথ্য জানানো হয়েছে। #Unite2FightCorona#LargestVaccineDrive 𝐂𝐎𝐕𝐈𝐃 𝐅𝐋𝐀𝐒𝐇https://t.co/WVlLUfKBun pic.twitter.com/BT1XMjrD1O — Ministry of […]