হক জাফর ইমাম, মালদা: মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বহু প্রাচীন রামকেলি মেলা শুভ উদ্বোধন করা হয়। এই দিন রূপ সনাতন মিলন মন্দিরে শ্রীচৈতন্যদেব রূপ ও সনাতনের মূর্তি উদ্বোধন করেন মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার পৌর পিতা নিহার রঞ্জন ঘোষ। এই রামকেলি মেলা কে সামনে রেখে গত বছরের ন্যায় এবারও ব্রজ্ গোপিকা সেবা মিশন ও হায়দারপুর শেল্টারঅব মালদার যৌথ উদ্যোগে কৃপালু শেল্টার এর ব্যবস্থাপনায় রামকেলি মেলার প্রবেশদ্বারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কে সামনে রেখেজগৎগুরু কৃপালু মহারাজ এর বাণী সম্বলিত তোরন ।মেলার ভক্তের সেবায় জলসত্র সহ স্টল স্থাপন করা হয়েছে ।এই জলসত্র ও স্টল উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের মাননীয় সভাপতি শ্রী গৌর চন্দ্র মণ্ডল মহাশয়। এছাড়াও