জনসমক্ষে এবং সংবাদমাধ্যমের সামনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি। রবিবার বিকেল চারটে নাগাদ জিবি বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। একইসঙ্গে তাঁরা এও স্পষ্ট করে দিয়েছেন, বৈঠকের স্থান এবং কাল মুখ্যমন্ত্রীই ঠিক করুন। তিনি যেখানে, যখন বা যেদিন বলবেন সেখানেই তাঁরা বৈঠকে বসতে রাজি। কিন্তু স্বচ্ছতা রক্ষার জন্যই সেটা হতে হবে সবার সামনে। বৈঠকে তাঁদের তরফে পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধিকে রাখতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা, নিগ্রহকারীদের গ্রেপ্তার, পরিকাঠামোগত উন্নয়ন সহ তাঁদের দাবিগুলিকে মানতে হবে রাজ্য সরকারকে। যত দ্রুত মুখ্যমন্ত্রী তাঁদের দাবি মেনে বৈঠকের সিদ্ধান্ত নেবেন তত তাড়াতাড়ি তাঁরা কাজে ফিরবেন।
Related Articles
গরফার আবাসনে উদ্ধার ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ
গরফার পূর্বাচল মেন রোড সংলগ্ন একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃতের নাম প্রসুন বন্দ্যোপাধ্যায়(৪৭)। আজ, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনাই মনে করছে […]
ভাঙার কাজ শুরু হল টালা ব্রিজের
পূর্ব ঘোষণা মতো মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেল টালা ব্রিজ। পুজোর সময় থেকে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছিল। এবার সবরকম যান চলাচল বন্ধ হয়ে গেল। আজ শনিবার থেকে শুরু হবে ৭৫ বছর পুরনো এই ব্রিজ ভাঙার কাজ। ব্রিজের আশপাশে অনেক বাড়ি, স্কুল নানা প্রতিষ্ঠান রয়েছে, যাতে সেখানকার বাসিন্দাদের কোনও অসুবিধা না হয়, দূষণ না […]
কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে সিবিআই তদন্ত নয়, নির্দেশ হাইকোর্টের
মৃত্যু হয়েছিল মৃত্যুঞ্জয়ের। তা নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশ রিপোর্ট ও ময়নাতদন্তে উঠে এসেছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাজবংশী যুবকের। দাবি ছিল, সিবিআই তদন্তের। তবে হাইকোর্টের নির্দেশ, এখনই সিবিআই তদন্ত নয়। গত ২৫ এপ্রিল উত্তাল হয়ে উঠেছিল কালিয়াগঞ্জ। থানা ঘেরাও, ভাঙচুর, আগুন লাগানো, পুরুষ ও মহিলা পুলিশকর্মীদের বেধড়ক মারধর, আশেপাশের দোকান ও বাড়িতে ভাঙচুর, লুঠ থেকে […]