কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমাবর্তন স্থগিতে ক্ষুব্ধ ধনকড়

‘ছাত্ররা যদি রাজ্যপালকে না-পছন্দ করেন, সেখানে আমরা কী করব?’ : শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

কলকাতাঃ ছাত্রবিক্ষোভের আশঙ্কায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার গোটা ঘটনায় রাজ্য সরকারের ঘাড়ে দায়ভার চাপিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল বলেন, ‘আমাকে না-জানিয়ে পরপর বৈঠক বাতিল হচ্ছে। আমি যাওয়ার আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠক বাতিল করা হয়েছে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন স্থগিত করা হল। আচার্য ছাড়া সমাবর্তন দুর্ভাগ্যজনক। সরকার শিক্ষাকেন্দ্রে রাজনীতিকরণের চেষ্টা করছে। রাজ্য সরকার-আচার্য সংঘাত ঠিক নয়।’ এদিন সাংবাদিক বৈঠকে সেই খতিয়ান তুলে ধরার চেষ্টা করেছেন রাজ্যপাল। রাজ্যপাল জগদীপ ধনকড় প্রশ্ন করেন, ‘আমরা কি কোনও গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি?’ অন্যদিকে, রাজ্যপালের এই অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘ছাত্ররা যদি রাজ্যপালকে না-পছন্দ করেন, সেখানে আমরা কী করব?