কলকাতা: রাজীব কুমারের খোঁজ পেতে এবার হাজিরার নোটিশ পাঠানো হল তাঁর আপ্তসহায়ক সহ দুই নিরাপত্তারক্ষীকে। শুক্রবার তাঁদের সমন পাঠানো হয়েছে এই তিনজনকে। শনিবার সকাল ১১ টায় তাঁদের হাজিরার জন্য ডাকা হয়েছে।রাজীব কুমারের আপ্তসহায়ক শুভম চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই পার্কস্ট্রীটের বাসভবনে এসেছিলেন প্নেরো মিনিটের জন্য। যা একদমি চোখ এড়িয়ে যায়নি কারোর। সেই ভিতিতেই এখন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।