রাফাল মামলায় বড় স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার। আজকের রাফাল রায়ের পর সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল বিরোধীরা। রাফাল পুনর্বিবেচনা মামলার রায় দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচারপতি সঞ্জয় কিসান কউল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ। বৃহস্পতিবার রাফেল মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট পরিস্কার জানিয়ে দেয়, এই মামলা পুনরায় বিবেচনা করার কোনও প্রয়োজন নেই। বিরোধীদের পুনর্বিবেচনার আর্জি খারিজ করল শীর্ষ আদালত। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ‘রাফেল মামলায় রায় পুনর্বিবেচনা নিষ্প্রয়োজন।’ পাশাপাশি সুপ্রিম কোর্টকে জড়িয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সেই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে শীর্ষ আদালত। এছাড়াও রাহুল গান্ধীকে এই ধরণের মন্তব্য করা থেকে বিরত থাকারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিরোধীরা। আদালত তা খারিজ করার পর পুনর্বিবেচনার মামলা গ্রহণ করেছিল।