জেলা

রেলব্রিজে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে নদীতে ২ কিশোরী, মৃত ১

জলপাইগুড়িঃ ফের টিকটক আর সেলফির নেশায় ফের মর্মান্তিক পরিণতি দুই কিশোরীর। ট্রেনের ধাক্কায় রেলব্রিজের উপর থেকে ছিটকে নদীতে পড়ে দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্‍সাধীন আর এক কিশোরী। মালবাজার মহকুমার ওদলাবাড়ি এলাকায় ঘিস নদীর রেলব্রিজ এলাকায় রবিবার ঘটেছে দুর্ঘটনা। জানা গিয়েছে, ময়নাগুড়ির একটি কোচিং সেন্টার থেকে ছাত্র-ছাত্রীরা মিলে এদিন পিকনিক করতে এসেছিল ওদলাবাড়ির ঘিস নদীর পাড়ে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, স্থানীয় রেলব্রিজের উপর উঠেছিল দুই কিশোরী। একজন মগ্ন ছিল সেলফি তোলায়। অন্যজন টিকটকে ভিডিও তুলছিল। হঠাত্‍ই একটি ট্রেন চলে আসে। সরে যাওয়ার সময় পায়নি ওই দু’জন। ট্রেনের ধাক্কায় ছিটকে নদীতে পড়ে যায় তারা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আর এক কিশোরীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।