দেশ ভাইরাল

রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর, ভাইরাল নেটে

https://www.facebook.com/RailMinIndia/videos/2607990895917790/

রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল এক ব্যক্তির। বৃহস্পতিবার হায়দরাবাদের নামপাল্লি স্টেশনের এই ঘটনাটির ১২ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যে ভিডিওয় দেখা গেছে, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ঝুলছিলেন ওই ব্যক্তি। আর একটু হলেই ট্রেন ও রেল স্টেশনের মাঝে রেল লাইনে পড়ে যেতেন। এক আরপিএফের তৎপরতায় তাঁর প্রাণ বাঁচে। ট্রেনটি যথেষ্ট গতিতেই স্টেশন ছেড়ে যাচ্ছিল। ওই আরপিএফ কর্মীকে দেখা যায়, তিনি রীতিমতো দৌড়োচ্ছেন ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য। একটুর জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই ব্যক্তি। সামান্য আঘাত লেগেছে তাঁর। ওই আরপিএফ কর্মীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া।