কলকাতাঃ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই রাস্তায় নামতে চলছে আরও ১০টি ইলেকট্রিক বাস। আগামী বুধবার কসবার পরিবহণ ভবন থেকে এই বাসগুলির উদ্বোধন করবেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউন থেকে শহরের একাধিক গন্তব্যে বাসগুলি চালানো হবে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠান থেকেই ১০টি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স বিভিন্ন জেলাশাসক ও পুরসভার চেয়ারম্যানদের হাতে তুলে দেওয়া হবে বলে পরিবহণ দপ্তর সূত্রের খবর।