দেশ

শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

আজ শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি।  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজের শুভেচ্ছা বার্তায় বলেন, “শিক্ষক দিবসে আমি ডাঃ এস রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের সকল শিক্ষকদের শুভেচ্ছা জানাই। তাঁরা যুবসমাজকে দৃঢ় মূল্যবোধের সঙ্গে জ্ঞান অন্বেষণের মাধ্যমে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেন। দেশ গড়ার ক্ষেত্রে তাঁদের প্রত্যক্ষ অবদান রয়েছে।”  অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানালেন। একই সঙ্গে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের ১৩১তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “শিক্ষককে কোনও বয়সের গণ্ডিতে বাঁধা যায় না। শিক্ষক কখনও অবসর নিতেই পারেন না।” এর সঙ্গেই তিনি জানান, শিক্ষক-ছাত্রের সম্পর্ক মানুষকে জীবনে এগিয়ে চলার পথ দেখায়, স্বপ্ন দেখার অভ্যাস তৈরিতে সাহায্য করে।