শিলিগুড়ির একটি সাইবার ক্যাফেতে আরপিএফের হানা। জানা গিয়েছে, এই ক্যাফে থেকে অনলাইনে রেলের টিকিট বুক করা হত। তাতে অনেক গড়মিল ধরা পড়েছে বলে অভিযোগ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার আরপিএফ ও এনজেপি থানার পুলিশের একটি দল ওই ক্যাফেতে এসে তল্লাশি চালায়।