জেলা

শিলিগুড়িতে সাইবার ক্যাফেতে অনলাইনে রেলের টিকিট বুক-এ গড়মিল, আরপিএফের হানা

শিলিগুড়ির একটি সাইবার ক্যাফেতে আরপিএফের হানা। জানা গিয়েছে, এই ক্যাফে থেকে অনলাইনে রেলের টিকিট বুক করা হত। তাতে অনেক গড়মিল ধরা পড়েছে বলে অভিযোগ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার আরপিএফ ও এনজেপি থানার পুলিশের একটি দল ওই ক্যাফেতে এসে তল্লাশি চালায়।