ভিআইপি রোড দিয়ে যান চলাচল যান চলাচল স্বাভাবিক রাখতে বিধাননগর কমিশনারেটের নবনিযুক্ত সিপি গৌরব শর্মাকে পরিকল্পনা গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু বিধান নগর কমিশনারেট যেভাবে যান শাসন করতে গেল, তাতে ষষ্ঠীর দুপুর থেকেই স্তব্ধ হয়ে গিয়েছে,ব্যস্ত ভিআইপি রোডের যান চলাচল। ভিআইপি রোডের উভয়মুখী রাস্তা যানজটে স্তব্ধ হয়ে গিয়েছে। উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট মুখী যান চলাচল থমকে গিয়েছে দক্ষিণ দাড়ি থেকে। অপরদিকে কেষ্টপুর থেকে লেকটাউন হয়ে ভিআইপি রোড দিয়ে উল্টোডাঙ্গা পৌঁছতে নাভিশ্বাস উঠছে আমজনতার। ভিআইপি রোডে কেষ্টপুর এবং দমদম পার্ক পার হয়ে বাঙ্গুরে পৌঁছানোর পরই থমকে যাচ্ছে গাড়ির গতি। ষষ্ঠীর দুপুরে ভিয়াইপি রোডে যান চলাচলের এই হাল দেখে চিন্তিত কলকাতা পুলিশ। কারণ বিধান নগর কমিশনারেট মূল ভিআইপি রোড ছেড়ে সার্ভিস রোড দিয়ে বাস ও অন্যান্য গাড়ি চলাচল করাচ্ছে। এদিকে ভিআইপি রোডের দুপাশে যত্রতত্র। গাড়িতে করে আসা দর্শনার্থীরা তাদের গাড়ি পার্কিং করছেন। ভিআইপি রোডের ধারে ভিভিআইপিদের জন্য লাগানো হোডিং এর সামনে গাড়ির পার্কিং করছে। জানা গেছে বিধান নগর কমিশনারেটের ট্রাফিক বিভাগের পুলিশের একাংশ টাকার বিনিময়ে এই গাড়ি পার্কিং করার সুযোগ করে দিচ্ছে । ফলে ভিআইপি রোড সংলগ্ন সার্ভিস রোডের অর্ধেক দখল নিয়ে নিয়েছে গাড়ি পার্কিং এর লম্বা লাইন। পঞ্চমীর রাতেও ভিআইপি রোডে যানজটের দরুন বেগ সামলাতে হয় কলকাতা পুলিশকে। কারণ ভিআইপি রোডে যান চলাচল সচল না থাকলে ,দুর্গাপুর ব্রীজ সংলগ্ন হাডকোর মোড় এবং উল্টোডাঙার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে যানজট । উত্তর শহরতলীর সঙ্গে যুক্ত এই মূল এন – ট্রি পয়েন্ট যানজটে নকাল হলে, শহরে স্বাভাবিক যান চলা চল ব্যাহত হয়। কলকাতা পুলিশের দীর্ঘদিন ধরে পুজোর সময় যান শাসনে অভিজ্ঞ পুলিশকর্তাদের মতে, কলকাতা পুলিশের মত অভিজ্ঞ নয় বিধান নগর কমিশনারেট। সেখানে অভিজ্ঞ ট্রাফিক দপ্তরে আধিকারিকরা না থাকায়, মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও ভিআইপি রোড দিয়ে স্বাভাবিক যান চলাচল ব্যাহত। বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার আর অনভিজ্ঞ পুলিশ কর্মীদের নিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিড় সামলানোর পাশাপাশি ভিআইপি রোডে যান শাসন করতে গিয়ে পুরোপুরি ব্যর্থ বিধান নগর কমিশনারেট। পঞ্চমীর রাত এবং ষষ্ঠীর দুপুরে ভিআইপি রোডের যান চলাচলের স্তব্ধ পরিস্থিতি দেখে তাই আতঙ্কিত কলকাতা পুলিশ । করেন এখনো বাকি রয়েছে সপ্তমী ,অষ্টমী এবং নবমী তিথি ।যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে ভিআইপি রোড পুজোর কদিন জনজোয়ার যে ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নেবে তা বলাই বাহুল্য। যদিও বিধান কমিশনারেট যান চলাচল স্বাভাবিক রাখতে সব রকমের প্রচেষ্টা চালাচ্ছেন।