কলকাতা

সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজিরা অর্ণব ঘোষের

কলকাতাঃ  মঙ্গলবারই নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সেই মতো আজ সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অর্ণব ঘোষ। সারদা মামলায় বিধাননগর কমিশনারেটের তৎকালীন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। সারদা কাণ্ডের সময় সিটের সদস্য ছিলেন তিনি। সেই সময় বিধাননগরের পুলিস কমিশনার ছিলেন রাজীব কুমার। সেই সূত্রেই অর্ণব ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব বলে খবর সূত্রে। ডাকা হয়েছে আরও কয়েক জন পুলিস আধিকারিককেও।