কলকাতা

সরশুনা জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার মুকুল ঘনিষ্ঠ আরও একজন

সরশুনা জালিয়াতি কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম সাদ্দাম আলি। অভিযুক্ত সাদ্দাম আলিকে বাবুঘাট থেকে গ্রেফতার করেছে পুলিস। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ধৃত সাদ্দাম আলি বাবান ঘোষের ঘনিষ্ঠ। বিজেপি নেতা মুকুল রায়েরও ঘনিষ্ঠ ছিলেন এই সাদ্দাম আলি।