প্রাণী দেহাংশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বনদপ্তরের টাস্কফোর্স। গোপন খবর পেয়ে ডুয়ার্সে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৩ আন্তর্জাতিক প্রাণী দেহাংশ পাচারকারীদের। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গন্ডারের শিং ও হাতির দাত। অসম থেকে প্রাণী দেহাংশ ডুয়ার্সে এনে একটি গাড়িতে চেপে গলায় প্রেস কার্ড ঝুলিয়ে সাংবাদিক সেজে গন্ডারের শিং ও হাতির দাত নেপালে পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। তবে পাচারের পথে গোপন খবর পেয়ে অভিযান চালায় টাস্কফোর্স। অভিযানে মালবাজার থেকে বমাল গ্রেপ্তার করা হয় ৩ আন্তর্জাতিক প্রাণী দেহাংশ পাচারকারীদের। ধৃতদের নাম ১)অর্জুন তেওয়ারি (ভূটানের নাগরিক) ২) সুভাষ ছেত্রী (সিকিমের বাসিন্দা) ৩) পিটার রাই ( জয়গা) বলে বনদপ্তর সুত্রে জানা গিয়েছে। টাস্কফোর্স প্রধান সঞ্জয় দত্ত জানান গোপন খবর পাওয়ার পর আধিকারিকদের সাথে প্ল্যান চক আউট হয়। সেই মোতাবেক গতকাল রাতে আমরা মালবাজারে অভিযান চালিয়ে ৩ আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেপ্তার করি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে গন্ডারের শিং, হাতির দাত এবং মোবাইল ও প্রেসকার্ড। এরা প্রেস কার্ড গলায় ঝুলিয়ে প্রাণীর দেহাংশ পাচার করছিল। অসম থেকে নিয়ে এসে নেপালে পাচারের চেষ্টা চলছিল বলেই জানা যাচ্ছে।