সারদা মামলায় আদালতে স্বস্তি পেলেন কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, আগামী ২২ জুলাই পর্যন্ত রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না। মূল মামলার পরবর্তী শুনানি ১৫ জুলাই।
Related Articles
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১২ হাজার ১৯৩
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১২ হাজার ১৯৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ১ হাজার ৮৫৭ জন। দিন কয়েক আগেই যে সংখ্যাটা ছিল ৩ হাজারেরও বেশি। সংক্রমণের নিরিখে এদিন অবশ্য ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ২ হাজার ৫২৫ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে […]
ফের সল্টলেকে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার, গ্রেপ্তার ৫
সল্টলেকে ভুয়ো কল সেন্টারের খোঁজ পেল সাইবার থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় তারা। বিধাননগর পুলিস কমিশনার সূত্রের দাবি, বি জে ব্লকের একটি অফিসে বেশ কিছুদিন ধরে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার কাজ চালাচ্ছিল এক জালিয়াতি চক্র। অভিযোগ, মোবাইল টাওয়ার বসানোর নামে ফোন করতো বিভিন্ন উপভোক্তাদের। তারপরে অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা সংগ্রহ করে […]
আগামী ৩১ জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষা: প্রাথমিক শিক্ষা পর্ষদ
প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষা হবে আগামী ৩১ জানুয়ারি দুপুর ১টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত। বসবেন আড়াই লক্ষ পরীক্ষার্থী। ২০১৭ সালের পর্ষদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির পর যাঁরা অনলাইনে আবেদন করেছেন তাঁরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। পরীক্ষাকেন্দ্রের নাম এবং প্রয়োজনীয় নির্দেশ সহ […]