হাওড়ায় যাত্রীবোঝাই বেসরকারি বাস উল্টে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন বহু যাত্রী। তাঁদের মধ্যে ১৯ জনের আঘাত গুরুতর। মৃত ব্যক্তি ওই বাসের কন্ডাক্টর বলে জানা গেছে। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ ডোমজুড় হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, হুগলির রাজবল্লভহাট থেকে হাওড়া আসছিল বাসটি। প্রচণ্ড গতিতে ছোটার সময় ডোমজুড় গ্রামীণ হাসপাতালের কাছে এসে রাস্তার হাম্পে ধাক্কা লেগে বাসটির যন্ত্রাংশ ভেঙে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তখন সামনে থাকা একটি দুধের গাড়িকে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস কন্ডাক্টরের।