হক জাফর ইমাম, মালদা: ২০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা কালিয়াচক থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মঙ্গলবার রাতে মালদা কালিয়াচক থানার খালতিপুর পাওয়ার স্টেশনের সামনে অভিযান চালিয়ে ২০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতের নাম(১) এস্তার সেখ(৪৯) বাড়ি কালিয়াচক থানা মোজাম পুর গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর এলাকায়। অপর ধৃত ব্যক্তি হলেন রেজাউল (৩০) বাড়ি কালিয়াচক থানার উত্তর দারিয়াপুর এলাকার ইমামনগর গ্রামে। মঙ্গলবার রাতে কালিয়াচক থানার খালতিপুর পাওয়ার স্টেশন এলাকা থেকে ধৃত দের গ্রেফতার করেছে পুলিশ।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০ গ্রাম ব্রাউন সুগার।যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেস করেছে পুলিশ।