দেশ

৩টি আসনে জয়ী আপ, সমর্থকদের উচ্ছ্বাস শুরু

বছর ছয়েক আগেই আপ ঝড় তুলেছিলেন দিল্লির বুকে ৷ তাঁর ঝড়ে সেবার পর পর দু’বার উড়ে গিয়েছিল বিরোধীরা ৷ ২০১৫-তে বিরোধীশূন্য হয়ে গিয়েছিল দিল্লি ৷ আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এর মধ্যেই ৩টি আসনে জয়ী এবং ৫৬ আসনে এগিয়ে আছে আপ। সিলামপুর বিধানসভা কেন্দ্রে থেকে জয়লাভ করলেন আম আদমি পার্টির প্রার্থী আবদুল রহমান ৷ আপ প্রার্থী প্রকাশ জারওয়াল দেওলি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন এবং সংগম বিহার কেন্দ্র থেকে আম আদমি পার্টির প্রার্থী দিনেশ মোহানিয়া জয়লাভ করেছেন ৷