জলপাইগুড়িঃ আজ এসএসবির ৫৩ নম্বর ব্যাটেলিয়ান ও জয়গাঁ থানার পুলিশ অভিযান চালিয়ে জয়গাঁ থানার বর্মন পাড়ায় প্রায় চার লক্ষ টাকার ঘুমের ওষুধ সহ দু’জনকে গ্রেফতার করে। ধৃতরা হল সুনু রাই ও শচীন গুরুং। জয়গাঁ থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে