বিদেশ

চিনে করোনা ভাইরাসে একদিনে মৃত ২৪২ জনের, মৃতের সংখ্যা ছাড়াল ১৩০০, আক্রান্ত ৪৮ হাজার ২০৬ জন

ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে করোনা ভাইরাস। চিনে একদিনে মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে নয়া রেকর্ড সৃষ্টি হল। বুধবার মারণ ভাইরাসে ২৪২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩১০। গত সোমবার করোনায় আক্রান্ত হয়ে একদিনে ১০৩ জনের মৃত্যু হয়েছিল। সেটাই ছিল এতদিন একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড। যা ভেঙে গেল বুধবার। নতুন করে আক্রান্তের সংখ্যাও অনেক বেড়েছে। বুধবার আরও ১৪,৮৪০ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। যার ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮,২০৬। হুবেই প্রদেশের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, আক্রান্তদের চিকিত্‍‌সায় বৃহস্পতিবার থেকে নয়া প্রক্রিয়া চালু করা হয়েছে।