দেশ

করোনা ভাইরাস নিয়ে ভারতে জারি হাই-অ্যালার্ট, পর্যবেক্ষণে রাখা হয়েছে ১১ জনকে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের খবর নেই

নয়াদিল্লিঃ করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। এবার ভারতেও জারি হল হাই-অ্যালার্ট। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি চূড়ান্ত সতর্কতা থাকছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের খবর নেই। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়, এই ভাইরাস সংক্রমণের আতঙ্কে আজ ১৯ টি বিমানের মোট ৪০৮২ যাত্রীকে পরীক্ষা করা হয়৷ আজ অবধি ৯৬ টি বিমানের মোট ২০ হাজার ৪৮৮ যাত্রীকে পরীক্ষা করা হয়েছে ৷ যদিও এদেশে এই ভাইরাসের সংক্রমণ এখনও পাওয়া যায়নি ৷ তবে বিভিন্ন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ১১ জনকে।