কলকাতা

কলকাতায় ‌করোনা আতঙ্ক, আইডি-তে ভর্তি চিন ফেরত দক্ষিণ কলকাতার যুবক সহ ৪

কলকাতায় করোনাভাইরাসের আতঙ্ক। ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালের পৃথক ওয়ার্ডে ভর্তি রয়েছেন চারজন। তার মধ্যে গাঙ্গুলিবাগানের ২৫ বছরের এক যুবক কিছু দিন আগে কর্মসূত্রে চিন গিয়েছিলেন। ফেরার পর থেকেই জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। শনিবার থেকে তাঁকে নিজের বাড়িতেই পৃথকভাবে নজরবন্দি করে রেখেছিলেন পরিবারের সদস্যরা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সোমবার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, চিন ফেরত কোনও নাগরিকের ইনফ্লুয়েঞ্জা বা ওই ধরনের রোগের লক্ষণ দেখা দিলে তাঁর স্বাস্থ্যের পৃথকভাবে পরীক্ষা করাতে হবে। এজন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে পৃথক ওয়ার্ড তৈরি করা হয়েছে। নৈহাটির এক বাসিন্দাও বেশ কিছু দিন ধরে ফ্লু–তে ভুগছিলেন। তাঁকেও নিয়ে আসা হয়েছে আইডি-তে।‌‌ আরও দুজনকে পৃথক ওয়ার্ডে রাখা হয়েছে। একজন গাঙ্গুলিবাগান এবং একজন ঢাকুরিয়ার বাসিন্দা। তবে তাঁরা কেউই চিনে ছিলেন না। থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরেছেন। তাঁদের সেভাবে কোনও শারীরিক উপসর্গ না থাকলেও গত ২৩ জানুয়ারি কেরলে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সহযাত্রী হয়ে একই বিমানে দেশে ফেরার কারণে তাঁদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার জানালেন, হাসপাতাল চত্বরেই ভাইরোলজি পরীক্ষার বিভাগ খোলা হয়েছে। সেখানেই সন্দেহভাজন রোগীদের শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে।