জেলা

কামারহাটিতে বোমাবাজি, নামলো র‍্যাফ, ঘটনাস্থলে ব্যারাকপুরের পুলিশ কমিশনার

তৃণমূল কাউন্সিলারের ছেলের মাথায় অস্ত্রের
কোপ

দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজির ঘটনায় সন্ধ্যা থেকেই অগ্নিগর্ভ কামারহাটি গ্রাহাম রোড ও দাসুর বাগান এলাকা৷ বোমাবাজির ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন ৷ ঘটনাস্থানে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশ বাহিনী উপস্থিত আছেন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে পাঁচটা নাগাদ কামালউদ্দিনের ছেলে একরামউল হক আনসারি বাইকে চাপিয়ে মেয়েকে টিউশন থেকে বাড়ি আনছিলেন। সেই সময় কামারহাটি পাঁচমাথা মোড়ের কাছে তাঁর উপর হামলা চালায় আনোয়ারের লোকজন বলে অভিযোগ। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। এই ঘটনার খবর পেয়েই কামালউদ্দিনের লোকজন দ্রুত এসে পড়ে। দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় । দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয় ৷ এছাড়া গ্রাহাম রোডের উপর বেশ কয়েকটি দোকান ও বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোঝ ভার্মা । বোমাবাজির জেরে এখনও পর্যন্ত এলাকা থমথমে হয়ে রয়েছে ৷ গোটা এলাকায় পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে। বোমাবাজির সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ৷