কলকাতা দেশ

কাশ্মীরে নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস মমতার, কেন্দ্রকে আক্রমণ অধীরের

কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে নৃশংসভাবে খুন করেছে জঙ্গিরা ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার ৫ শ্রমিককে গুলি করে খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী টুইটে করে লেখেন, কাশ্মীরে এই নৃশংস খুনের ঘটনায় শোকাহত ৷ কোনও শব্দই মৃতদের পরিবারের দুঃখ দূর করতে পারবে না ৷ মৃতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে ৷ গতকাল সন্ধ্যায় জঙ্গিদের গুলিতে নিহত হন মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বাহালনগর গ্রামের পাঁচ শ্রমিক ৷ নিহতদের নাম শেখ নইমুদ্দিন , শেখ মুরশলিম, শেখ রফিকুল, শেখ রফিক এবং শেখ কামারুদ্দিন ৷ ওখানকারই আর এক শ্রমিক জহিরুদ্দিন সরকার গুলিবিদ্ধ হয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, কাশ্মীরের কুলগামে একটি ভাড়াবাড়িতে থাকতেন তাঁরা ৷ গতকাল সন্ধ্যায় ভাড়াবাড়িতেই ছিলেন৷ জঙ্গিরা তাঁদের উপর হামলা করে ৷ বাড়ি থেকে বের করে এনে গুলি চালাতে শুরু করে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের ৷ গুরুতর জখম হন জহিরুদ্দিন ৷ অন্যদিকে, হামলার ঘটনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ৷ টুইটে তিনি লেখেন , ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের খাতির করতে সরকার ব্যস্ত ৷ সন্ত্রাসবাদীরা ব্যস্ত তাদের উপস্থিতি প্রমাণ করতে । আর প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের- যারা কাশ্মীরের বাইরের মানুষ ৷ মৃতরা তাঁর জেলা মুর্শিদাবাদের বাসিন্দা জানিয়ে তিনি লেখেন, “তারা ভারত সরকারের দেওয়া ভরসায় ভরসা করে কাশ্মীরে রুটি রুজির জন্য গিয়ে আজ প্রাণ দিল ।” দোষীদের শাস্তির দাবি জানান তিনি ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করে CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র টুইটে লেখেন, কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য একটি টিম গঠন করুন মুখ্যমন্ত্রী ৷ সেই টিমে একজন মন্ত্রী ও সবদলের বিধায়কদের রাখার দাবি জানিয়েছেন তিনি ৷