গঙ্গারামপুরে শিক্ষিকার পা দড়ি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকারকে গ্রেপ্তার করল পুলিশ। আজ তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হতে পারে। এদিকে, এই ঘটনার প্রতিবাদে আজ বিজেপির কর্মসূচি ছিল গঙ্গারামপুরে। থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার কর্মী, সমর্থকরা। স্থানীয় সূত্রের খবর, নন্দনপুরের বাসিন্দা স্কুলশিক্ষিকা স্মৃতিকণা দাসের জমি দখল করে রাস্তা তৈরি করেন স্থানীয় তৃণমূল নেতা অমল। বাধা দিতে গেলে অমল তার সঙ্গীদের নিয়ে ওই নারীর ওপর নির্যাতন করেন। এদিকে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অভিযুক্ত অমলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় তৃণমূল। দলীয় সূত্রে জানা গেছে, রোববার দলের জে’লা সভাপতি অর্পিতা ঘোষ ওই ঘটনায় অভিযুক্ত নন্দনপুরের তৃণমূল উপপ্রধান অমল সরকারকে দল থেকে বহিষ্কার করেন। নির্যাতনের ভিডিও এবং ভিকটিমের ভাষ্য অনুযায়ী, অমল ও আরও কয়েকজন তৃণমূল নেতা স্থানীয় বাসিন্দাদের সামনে তার পা দড়ি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যান।