শুক্রবার থেকে হাসপাতালের জরুরি বিভাগ খুলল। কিন্তু আউটডোর খোলার এখনও কোনও সম্ভাবনা নেই। এর আগে বৃহস্পতিবার এসএসকেএমের জরুরি বিভাগ খুলে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার সেই রাস্তাতেই হাঁটল এনআরএসও। কলকাতা ও জেলার প্রায় সমস্ত হাসপাতালেই শুক্রবার খোলা থাকবে জরুরি বিভাগ। তবে, জুনিয়র ডাক্তাররা তাঁদের প্রতিবাদ অব্যাহত রাখছেন। পরিষেবা দিচ্ছেন কেবল সিনিয়ররা। কিন্তু বাকি সব বিভাগেই কর্মবিরতি চলবে বলে খবর। কারণ উত্তেজনার আঁচ একটুও কমেনি। বহির্বিভাগ এখনও বন্ধ। সরকারি হাসপাতাল তো বটেই, বেশি বেসরকারি হাসপাতালে আউটডোর বয়কট করেছেন জুনিয়র ডাক্তাররা। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেছিলেন এনআরএসের সুপার ও প্রিন্সিপাল। সূত্রের খবর, নিজেদের ইস্তফাপত্রে তাঁরা স্পষ্টই উল্লেখ করেছেন, প্রায় চারদিন ধরে চিকিত্সকদের কর্মবিরতি, রোগীদের যথাযথ পরিষেবা দিতে না পারা–এসবের দায় তাঁদেরই। পরিস্থিতির অচলাবস্থা কাটাতে তাঁরা ব্যর্থ হয়েছেন। আর সেই ব্যর্থতার জন্যই নিজেদের পদে থাকাটা তাঁরা আর শোভনীয় মনে করছেন না। সেই কারণেই ইস্তফা।