কলকাতা জেলা

ট্রেন বাতিল: সপ্তাহের শুরুতে ভোগান্তি শিয়ালদহ শাখায়

রবিবার থেকেই শিয়ালদহ মেইন শাখায় শুরু হল ট্রেনে যাত্রীদের ভোগান্তি। এই ভোগান্তি আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যাবস্থার রূপায়ণে রবিবার দুপুর থেকে নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে ইছাপুর এবং নৈহাটি স্টেশনের মধ্যে। তার জন্যই আট দিনে ৩০০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনে বাতিল থাকছে ৫০টি লোকাল ট্রেন। ফলে আজ যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে নৈহাটি থেকে বিভিন্ন গন্তব্যে বাসের সংখ্যা বাড়ানোর জন্য স্থানীয় আরটিও এবং সরকারি নিগমগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে পরিবহণ দপ্তর সূত্রের খবর। বিশেষত, ভিড় বুঝে অফিস টাইমে বাড়তি বাস চালাতে বলা হয়েছে। কিছু রুটে সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা বৃদ্ধিতে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।